ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিং শরনকে ২৪ ঘণ্টার মধ্যে সব থেকে সরে যাওয়ার নির্দেশ দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। যৌন হেনস্থায় অভিযুক্ত সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই পথে নেমেছেন ভারতীয় কুস্তিগীররা। দিল্লিতে বিক্ষোভও দেখিয়েছেন তাঁরা। জনরোষ হাতের বাইরে যাওয়ার আগে বৃহস্পতিবার ময়দানে নামেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। যদিও এক জাতীয় সংবাদ মাধ্যমকে ব্রিজভূষণ জানিয়েছেন, অপরাধী তকমা নিয়ে তিনি পদত্যাগ করছেন না। তাঁর বিরুদ্ধে আগে দোষ প্রমাণিত হোক। ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ করেছেন ভারতের কুস্তি সংস্থার সভাপতি।
গত কয়েকদিন ধরে ভারতীয় কুস্তির অন্দরে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল দিল্লি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন ভারতীয় কুস্তিগীররা। তাঁদের অভিযোগ সংস্থার সভাপতি ব্রিজভূষণ সিং শরণের বিরুদ্ধে। অভিযোগ লখনউয়ে জাতীয় ক্যাম্পে একাধিক মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থা করার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। সেই আলোচনা শেষেই ব্রিজভূষণকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রধান পিটি উষাও। ব্রিজভূষণের বিরুদ্ধে শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।