ইতিহাস গড়ল ভারতীয় টেবিল টেনিস দল। এই প্রথমবার অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা এবং পুরুষ দল। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের তালিকায় প্রথম ১৬ দেশ অলিম্পিক্সে সুযোগ পায়। এই তালিকায় রয়েছে ভারতীয় মহিলা এবং পুরুষ দল। পুরুষদের র্যাঙ্কিং ১৫ আর এই তালিকার ১৩ নম্বরে রয়েছে ভারতীয় মহিলা দল। সেই সুবাদেই ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা হল ভারতীয় মহিলা এবং পুরুষ দলের।
বুসানে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ভারতীয় মহিলা দল। ফলে সরাসরি প্যারিসের টিকিট মেলেনি। অন্যদিকে, প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে যায় ভারতীয় পুরুষ দলও। এরপর সোমবার তালিকা প্রকাশ করে ফেডারেশন। সেখানেই দেখা যায় র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা এবং পুরুষ দল।
আরও পড়ুন - ফের নতুন করে সমস্যায় কলকাতা ডার্বি , ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হলেও মিলছে না টিভির স্লট