সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের প্রতিবাদের মাঝে নব নির্বাচিত কুস্তি ফেডারেশনের কমিটি ভেঙে দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বুধবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন একটি অ্যাড হক কমিটি তৈরি করেছে। এই কমিটিই সব পরিচালনা করবে।
এই কমিটির মাধ্যমে কুস্তি ফেডারেশন পরিচালিত হবে। কোনও অ্যাথলিট আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করবে, কোন কোন আন্তঃরাজ্য প্রতিযোগিতা হবে, সবই সিদ্ধান্ত নেবে এই কমিটি। ফেডারেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার ওয়েবসাইট পরিচালনা ও যাবতীয় কাজ ফেডারেশনের নিজস্ব কমিটি করবে না। সবই করবে এই অ্যাড হক কমিটি।
তিন সদস্যের কমিটি গঠন করল অলিম্পিক অ্যাসোসিয়েশন। রয়েছেন ভূপিন্দর সিং বাজওয়া, এমএম সোমায়া ও মঞ্জুষা কানওয়ার। কমিটি গঠন করার পর আইওএ প্রেসিডেন্ট পিটি উষা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক মনে করেছে, কুস্তি ফেডারেশনের নতুন কমিটি এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে। সেই কারণে ওই কমিটিকে সাসপেন্ড করা হয়েছে। আশা করছি এই কমিটি নিজেদের এক্তিয়ারে থেকে কাজ করবে।