প্রেমের শহর প্যারিসে বসেছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'। সেন নদীর বুকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রায় ১০ হাজার অ্যাথলিটদের।
আর অলিম্পিকের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েই মহা সমস্যায় পড়লেন ইতালির এক হাই জাম্পার। হারিয়ে ফেললেন নিজের বিয়ের আংটি।
জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে সেন নদীর উপর নিজের দেশ ইতালির পতাকা বইছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী গিয়ানমার্কো তাম্বেরি। স্বাভাবিক ভাবেই এমন মাহেন্দ্রক্ষণে খুবই উত্তেজিত ছিলেন তিনি। সেই মুহূর্তেই তাঁর আঙুল থেকে খুলে পড়ে যায় বিয়ের আংটি।
এই খবর নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন ওই অ্যাথলিট। চারটি ছবি পোস্ট করে এই ঘটনার জন্য স্ত্রীর কাছে ক্ষমাও ছেয়ে নিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, 'ভালোবাসা আমি দুঃখিত। নদীতে অনেক জল ছিল। আর গত কয়েক মাসে আমার ওজন কমে গিয়েছে। তা ছাড়াও, আমরা সকলে খুব উত্তেজিত ছিলাম। এই তিন কারণেই হয়তো এমন অঘটন ঘটল।'
তাম্বেরি যখন বুঝতে পেরেছিলেন তাঁর আংটিটি পড়ে যাচ্ছে তিনি ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। সেই ছবিও পোস্ট করেছেন তিনি।