আগামী দিনে ভারতীয় হকিতে কী আমূল বদল ঘটতে পারে ? ঘরের মাঠে বিশ্বকাপ চলার মধ্যেই তেমনই ইঙ্গিত দিলেন ভারতের গোলকিপার কোচ ড্যানিশ ভ্যান দে পল। ১৯ তারিখ ওয়েলসের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছেন হরমনপ্রীতরা। তার আগে ভারতীয় গোলকিপার কোচের দাবি, বর্ষীয়ান গোলকিপার পি আর শ্রীজেশের বদলি হিসাবে প্রথম একাদশের জন্য তৈরি ২৫ বছরের কিষান পাঠক।
কিন্তু বিশ্বকাপের মধ্যেই ভারতীয় গোলকিপার কোচের এই ইঙ্গিত কেন, তাহলে কী বিশ্বকাপের পরেই অবসর নিতে পারেন শ্রীজেশ। ৩৪ বছরের শ্রীজেশ গত ১৬ বছর ভারতীয় হকির শেষ প্রহরী। তবে দে পল জানিয়েছেন, সবটাই নির্ভর করছে শ্রীজেশের উপরে। গোলকিপার কোচের আশা, আরও এক দু বছর গোলে কাজ চালিয়ে যেতে পারেন শ্রীজেশ।
প্রথম ম্যাচে জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র। হকি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে জিততেই হবে ভারতকে। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ওয়েলস। ওইদিন ইংল্যান্ড খেলবে স্পেনের বিরুদ্ধে।