টানা সাতটি টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েও দুর্দান্ত কামব্যাক ভারতীয় শাটলার লক্ষ্য সেনের। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে মালয়েশিয়ার লি জি জিয়াকে পরাজিত করেছেন লক্ষ্য।
প্রতিপক্ষকে ২০-২২,২১-১৬ এবং ২১-১৯ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন লক্ষ্য। আগামী ম্যাচে তাঁর প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি। দু'বছর আগে এই টুর্নামেন্টে রানার আপ হয়েছিলেন লক্ষ্য। এবার তাঁর সামনে চ্যম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন - বিদেশের মাটিতে আইপিএল! কী জানাচ্ছে ক্রিকেট বোর্ড?