প্যারিসে ব্যাডমিন্টন সিঙ্গলসের সেমিফাইনালে হার লক্ষ্য সেনের। সোনা বা রুপো জয়ের স্বপ্ন অধরা। ডেনমার্কের প্রতিপক্ষ ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারলেন তিনি। খেলার স্কোর ২০-২২, ১৪-২১। সোমবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামবেন লক্ষ্য।
প্রথম গেমে ভাল শুরু করেছিলেন লক্ষ্য। ১৮-১২ পয়েন্টে এগিয়ে ছিলেন। সেখান থেকে ম্যাচ বের করে নিলেন অ্যাক্সেলসেন। সেটাই যেন গোটা ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে গেল। প্রথম ১১ পয়েন্টের জন্য দারুণ লড়াই করেন লক্ষ্য। এরপরই পরপর পয়েন্ট তুলে নেন অ্যাক্সেলসেন। পয়েন্ট জিতে একটা সময় প্রথম গেম জিতে নেন। দ্বিতীয় গেমে সার্ভিসের সময় অনেকটা করে সময় নিলেন। তাতেই বিভ্রান্ত হয়ে পড়লেন লক্ষ্য সেন। তবে সেবারও ভাল শুরু করেন তিনি। একটা আনফোর্সড এরর থেকে খেলা ঘুরিয়ে দিলেন অ্যাক্সেলসেন। কোর্ট বদলের পর দ্রুত পয়েন্ট তুলে নিয়ে ফাইনালে উঠে গেলেন ডেনমার্কের ব্যাডমিন্টন তারকা।
তবে এখনও পদক জয়ের আশা শেষ হয়নি লক্ষ্য সেনের। মালয়েশিয়ার জি জিয়া লির বিরুদ্ধে খেলবেন লক্ষ্য। সোমবার সেই ম্যাচ। এখনও পর্যন্ত ছেলেদের ব্যাডমিন্টনে অলিম্পিকে পদক জিততে পারেননি কোনও অ্যাথলিট। ২২ বছরের লক্ষ্যের কাছে প্যারিসে সেই সুযোগ আছে। নিজের সবটুকু উজাড় করে প্যারিস থেকে ব্রোঞ্জ নিয়ে ফিরতে পারেন তিনিও।