অল ইংল্যান্ড ওপেন ফাইনালে (All England Open Final) ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসনের বিরুদ্ধে ১০-২১,১৫-২১ গেমে হারলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। কয়েকদিন আগেই জার্মান ওপেনে (German Open) ভিক্টরকে হারান তিনি। কিন্তু রবিবার ৫৩ মিনিট লড়াই করেও হারতে হয় তাঁকে।
এর আগে ১৯৮০ সালে অল ইংল্যান্ড ওপেনে ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন প্রকাশ পাড়ুকোন (Prakash Padukone)। ২০০১ সালে এই খেতাব জেতেন পুলেল্লা গোঁপীচাঁদ (Pulella Gopichand)। এবার সুযোগ ছিল লক্ষ্য সেনের। কিন্তু জয় এল না। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল লক্ষ্যকে।
আরও পড়ুন: আজ সবার নজর অল-ইংল্য়ান্ড ফাইনালে, ২১ বছর পর ভারতের বাজি লক্ষ্য সেন
রবিবার আক্রমণাত্মক ছন্দে ছিলেন ভিক্টর অ্যাক্সেলসন। সার্ভ ও স্ম্যাশে পয়েন্টের ব্যবধান অনেকটা বাড়িয়ে নেন তিনি। প্রথম গেমে ২১-১০ পয়েন্টের ব্যবধানে শেষ করেন তিনি। দ্বিতীয় গেমেও আগ্রাসী মেজাজ ছিল ভিক্টরের। দ্বিতীয় সেটে লড়ার চেষ্টা করলেও ভিক্টরের সামনে দাঁড়াতে পারেননি তিনি।