অলিম্পিকে পর পর স্বপ্নভঙ্গ। এশিয়ান গেমসে যে সব অ্যাথলিটরা সাফল্য এনেছিলেন, তাঁরাই কোথাও যেন অলিম্পিক থেকে হারিয়ে যাচ্ছেন। বিদায় নিয়েছেন পিভি সিন্ধু। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টিও বিদায় নিয়েছেন। এখন প্রত্যাশা লক্ষ্য সেনকে নিয়ে। রবিবার দুপুরে সেমিফাইনালের ম্যাচে নামছেন তিনি।
জীবনের প্রথম অলিম্পিক লক্ষ্য সেনের। পরপ দুরন্ত পাৎফরম্যান্স করেছেন। ছেলেদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তন লক্ষ্যের। সেমিফাইনালে জিতলেই সোনা বা রুপো নিশ্চিত।
সেমিফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। এই মুহূর্তে বিশ্বের দুই নম্বর ব্যাডমিন্টন তারকা। তাই লড়াই সহজ হবে না। তবে ভিক্টরের বিরুদ্ধে যতবারই নেমেছেন, ততবারই জিতেছেন লক্ষ্য। পরিসংখ্যান ভাল থাকায় খোলা মনেই খেলতে নামবেন তিনি। অলিম্পিকের মঞ্চে নিজের সেরাটা উজাড় করে দিতে চান লক্ষ্য।