টেনিস প্রিমিয়ার লিগে আগামী বছর থেকে দেখা যাবে বাংলার দল। প্রতিযোগিতার পঞ্চম মরসুমে বাংলার দল নামাতে উদ্যোগী হয়েছেন লিয়েন্ডার পেজ। বাংলার ফ্র্যাঞ্চাইজ়ি কিনতে লিয়েন্ডারের সঙ্গে হাত মিলিয়েছেন ব্যবসায়ী ইয়াতিন গুপ্তে।
নিজের শহরের দল পেয়ে খুশি লিয়েন্ডার। লিয়েন্ডার জানান, তিনি বাংলা টিমের সহ কর্ণধার হতে পেরে খুশি। শহরের সঙ্গে অনেক স্মৃতি তাঁর। লিয়েন্ডারের মতে, দেশের অন্যতম সেরা টেনিস কেন্দ্র সাউথ ক্লাব। বাংলার দল খেললে টেনিস প্রিমিয়ার লিগের গুরুত্ব বাড়বে। বাংলা টিমের কর্ণধার ইয়াতিন গুপ্তে জানান, ভারতীয় টেনিসে বিনিয়োগ করতে পেরে তিনি খুশি। লিয়েন্ডারের মতো তারকাকে পাশে পেয়ে উচ্ছ্বসিত। একজন টেনিস ভক্ত হিসেবে তিনি টিমকে এগিয়ে নিয়ে যেতে চান।
টেনিস প্রিমিয়ার লিগে পুনের অন্যতম কর্ণধার সোনালি বেন্দ্র। হায়দরাবাদে মালিকানায় রাকুলপ্রীত সিং। বেঙ্গালুরুর ব্র্যান্ড অ্যাম্বাসাডর সানিয়া মির্জা। পঞ্জাব টাইগার্সের কর্নধার তাপসী পন্নু। এবার এই তালিকায় লিয়েন্ডারের নামও সংযোজিত হল।