তিনি লড়তে নামলে সহজে হারেন না, তা যেন আরও একবার বুঝিয়ে দিলেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা নোভাক জোকোভিচ( Novak Djokovic)। তবে এই লড়াই ছিল একেবারে ভিন্ন। অস্ট্রেলিয়ার আদালতে আইনি লড়াইয়েও শেষপর্যন্ত জয়ের হাসি হাসলেন জকোভিচ(Novak Djokovic)। অস্ট্রেলিয়ান ওপেনে( Australian Open 2022) এই সার্বিয়ান টেনিস তারকার খেলতে কোনও বাধা নেই, জানিয়ে দিল সে দেশের আদালত।
বিচারক অ্যান্টনি কেলি( Anthony Kelly) অস্ট্রেলিয়া সরকারকে তিরস্কার করে নির্দেশ দেন, অবিলম্বে মেলবোর্নে(Melbourne) আটক সার্বিয়ান টেনিস তারকা জকোভিচকে মুক্তি দিতে হবে। আদালত জানিয়েছে, ক্ষতিপূরণের পাশাপাশি অস্ট্রেলিয়ার সরকারকে(Australian Government) জোকোভিচ ও তাঁর দলের জন্য হোটেল খরচ, এবং তাঁর পাসপোর্ট সহ ব্যক্তিগত সমস্ত জিনিস অবিলম্বে ফেরত দিতে হবে। তবে আদালতের সিদ্ধান্তে অস্ট্রেলিয়ান ওপেনে(Australian Open 2022) জোকার খেলার পথ পরিষ্কার হলেও সে দেশের সরকার তাঁর ভিসা বাতিল করতে পারে বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন- Cricket: মঙ্গলবার থেকে কেপটাউনে শুরু তৃতীয় টেস্ট, দুটি পরিবর্তনের সম্ভাবনা ভারতীয় দলে
২১তম গ্র্যান্ড স্ল্যাম(21st Grand Slam) জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা নোভাক জোকোভিচ(Novak Djokovic) অস্ট্রেলিয়ার মাটিতে অবতরণের সঙ্গে সঙ্গে তাঁকে মেলবোর্নের একটি শরণার্থী হোটেলে আটকে রাখা হয়। করোনা(Coronavirus) ভ্যাকসিন না নেওয়ার কারণেই তাঁকে আটক করা হয়, জানায় অস্ট্রেলিয়া(Australia) সরকার।