শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠল ভারোত্তোলক অচিন্ত্য শিউলির বিরুদ্ধে। অভিযোগ, গত বৃহস্পতিবার মহিলাদের হস্টেলে ঢুকতে গিয়ে ধরা পড়েন তিনি। এবং তারজন্য অলিম্পিকের জাতীয় শিবির থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সেকারণে অলিম্পিকের দৌড় থেকে ছিটকে গেলেন অচিন্ত্য।
ভারতীয় ভারোত্তোলক ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, অচিন্তর বিরুদ্ধে অভিযোগ সামনে আসার পরই অচিন্তকে ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং অভিযোগের যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা SAI-এর কাছে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে,বৃহস্পতিবার রাতে গোপনে মহিলাদের হস্টেলে ঢোকার চেষ্টা করেছিলেন অচিন্ত। সেই সময় তাঁকে দেখতে পান এক নিরাপত্তারক্ষী। পুরো ঘটনাটি তিনি ভিডিও করেন এবং ধরেও ফেলেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাইয়ে কোনও তদন্ত কমিটি এখনও তৈরি করা হয়নি বলে জানা গিয়েছে।
২০২২ সালের কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন অচিন্ত। যদিও তারপর তিনি চোট পেয়েছিলেন। যদিও সম্প্রতি ফের অনুশীলন শুরু করেন তিনি।