শুটিং বিশ্বকাপে (ISSF World Cup 2022) ইতিহাস ভারতীয় শুটার মাইরাজ খানের (Mairaj Khan)। প্রথম ভারতীয় হিসেবে দক্ষিণ কোরিয়ার ছাংওয়ানে স্কিট শুটিং বিভাগে সোনা জিতলেন তিনি। ভারতীয় প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে প্রবীণ সদস্য ছিলেন মাইরাজ। ৪০টি শটের মধ্যে ৩৭ শটে অব্যর্থ লক্ষ্য। তাতেই সোনা নিশ্চিত করেন তিনি।
৪৬ বছর বয়সে এবার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। ছেলেদের স্কিট শুটিং বিভাগে মাইরাজের হাত ধরেই প্রথমবার সোনা জিতল ভারত। মিরাজের পরেই ছিলেন দক্ষিণ কোরিয়ার মিনসু কিম ও ব্রিটেনের বেন লেওয়েলিন। দুই প্রতিযোগী রুপো ও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।
আরও পড়ুন: দলগঠনের কাজ শুরু করছে ইস্টবেঙ্গল, লাল-হলুদের নজরে দুই বিদেশি
এর আগে দুবার অলিম্পিকে অংশগ্রহণ করেন উত্তরপ্রদেশের শুটার মাইরাজ খান। ২০১৬ রিও অলিম্পিকে দেশের হয়ে রুপো জেতেন তিনি।