তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন। আর ফিরেই সোনা জয়। তবে এখানেই থামতে চান না মেহুলি ঘোষ। দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে শুটিং বিশ্বকাপে মিক্সড ডাবলসে সোনা জিতেছেন। বৃহস্পতিবার ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগের ফাইনাল। সেখানেও সোনা জয়ই লক্ষ্য মেহুলির।
এর আগে ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন মেহুলি। এই নিয়ে কেরিয়ার দ্বিতীয় সোনা জেতেন মেহুলি। বৃহস্পতিবার দলগত বিভাগের ইভেন্টেও সোনা জিততেন চান বঙ্গকন্যা।
বুধবার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে মিক্সড ডাবলসে তুষার মানের সঙ্গে জুটি বাঁধেন মেহুলি। হাঙ্গেরির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জয় পায় মেহুলিরা। তিন বছর পর জাতীয় দলে ফিরেই পদক জয়। এই নিয়ে খুশি মেহুলির পরিবারও।