বিশ্বমঞ্চে দাপট বঙ্গকন্যার। দক্ষিণ কোরিয়ায় শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে তুষার মানের (Tushar Mann) সঙ্গে জুটি বাঁধেন তিনি। পিস্তল ইভেন্টে দুরন্ত পারফর্ম করে এই জুটি। এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় জুটি পালক ও শিবা নারওয়াল। এই বিশ্বকাপে দ্বিতীয় স্বর্ণপদক জিতল ভারতীয় শুটার।
এবার টুর্নামেন্টে প্রথম থেকেই ছন্দে ছিলেন মেহুলি ও তুষার। মঙ্গলবার বিশ্বকাপে পদক নিশ্চিত করেন ভারতীয় জুটি। বুধবার ভাল পারফর্ম করেন হাঙ্গেরির এজতার মেসজারোস ও ইস্তভান পেনের জুটি। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পায় ভারতীয় জুটি। ১৭-১৩ পয়েন্টে হাঙ্গেরির জুটিকে হারিয়ে জয় পান মেহুলিরা।
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে চাপমুক্ত থাকতে চান নীরজ চোপড়া
২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন মেহুলি। তবে প্রথম সোনা জিতলেন তুষার।