অলিম্পিকের পরই অবসর। হারলে এটাই হয়ে যেত শেষ ম্যাচ। তাই নিজের কোয়ার্টার ফাইনালে নিজের সবটুকু উজাড় করে দিলেন গোলকিপার পিআর শ্রীজেশ। ৭০ মিনিট বারবার গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ত্রাতা হয়ে এলেন। আর শুটআউটে গুরুত্বপূর্ণ সময় শট বাঁচিয়ে দলকে সেমিফাইনালে তুললেন তিনিই। ৪-২ ব্যবধানে জয় হরমনপ্রীতদের।
৭০ মিনিটে খেলা শেষ হয় ১-১ ব্যবধানে। এদিন রেড কার্ড দেখেন অমিত রুইদাস। তাঁর স্টিক গ্রেট ব্রিটেনের এক খেলোয়াড়ের মাথায় লাগে। এরপর ১০ জনেই খেলে টিম ইন্ডিয়া। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। অলিম্পিকে এই নিয়ে সাত নম্বর গোল করলেন ভারত অধিনায়ক। গোল করার পর ডিফেন্সিভ খেলার জন্য ২৭ মিনিটে সমতা ফেরায় গ্রেট ব্রিটেন। দ্বিতীয় কোয়ার্টারে গ্রেট ব্রিটেন বারবার চাপ তৈরি করলেও গোলের মুখ খুলতে পারেনি। সৌজন্য গোলকিপার পিআর শ্রীজেশ। ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে।
শুটআউটে দুই টিমই প্রথম দুটি শটে গোল করে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত। উইলিয়ামসনের তিন নম্বর শট আটকে দেন শ্রীজেশ। ভারতের হয়ে গোল করেন ললিত উপাধ্যায়। চার নম্বর গোল আসতেই খেলা শেষ হয়ে যায়।
মঙ্গলবার অলিম্পিকে হকির সেমিফাইনাল ম্যাচে খেলতে নামবে ভারত। আর সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ আর্জেন্টিনা অথবা জার্মানি। দুই টিমের মধ্যে যারা জয়ী হবে, তাদেরই মুখোমুখি হবে ভারত। ৪৪ বছর পর হকিতে সোনা জয়ের স্বপ্ন দেখছেন হরমনপ্রীতরা।