শুক্রবার এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠল ছেলেদের কবাডি টিম। সেমিফাইনালে উঠে আগেই পদক নিশ্চিত করেছিল ভারত। এবার পাকিস্তানকে ৬১-১৪ স্কোরে হারাল ভারত।
এই নিয়ে এশিয়ান গেমসে কবাডিতে আটবার ফাইনালে উঠল ভারত। ২০১৮ সালে জাকার্তায় সেমিফাইনালে ইরানের বিরুদ্ধে হারতে হয় ভারতকে। ফাইনালে উঠতে পারেনি ভারত। এবার পাকিস্তানের বিরুদ্ধে কোনও সুযোগ ছাড়তে চাননি প্লেয়াররা। ০-৪ স্কোরে পিছিয়ে পড়েও দ্রুত ১০-৪ করে ফেলে ভারত। খেলার মোড় তারপরই ঘুরে যায়। প্রথমার্ধেই ৩০-৫ স্কোরে এগিয়ে যায় দল।
আরও পড়ুন: শুক্রবারের দ্বিতীয় পদক, সেপাক টাক্রো-তে ব্রোঞ্জ পেলেন ভারতীয় মেয়েরা
দ্বিতীয়ার্ধে কিছুটা ফিরে আসলেও আর সমতা ফেরাতে পারেনি পাকিস্তান। শনিবার ইরান বা চিন-তাইপেইয়ের বিরুদ্ধে নামবে ভারত।