বার্মিংহ্যামের মাটিতে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের পদকজয়ীর হাত ধরেই শুরু হল কমনওয়েলথে ভারতের সোনালি সফর। ভারোত্তোলনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমসে রেকর্ডও গড়লেন এই ভারতীয় অ্যাথলিট।
মীরার রেকর্ডের ফলে এদিন ভারোত্তোলনে তৃতীয় পদক পেল ভারত। এর আগে পুরুষদের ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে দেশকে রুপো এনে দিয়েছেন সংকেত সারগর। এবং ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন গুরুরাজা (Gururaja Poojary)। সংকেত এবং গুরুরাজা দু’জনকেই শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছার বন্যায় ভেসেছেন চানুও।
আরও পড়ুন- Commonwealth Games:কমনওয়েলথে ফের ভারোত্তোলনে পদক ভারতের, ব্রোঞ্জ জিতলেন গুরুরাজা পূজারি
জানা গিয়েছে, স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টাতেই ৮৪ কিলো তোলেন চানু। পরের বার তুলে ফেলেন ৮৮ কিলো। যা কিনা কমনওয়েলথ গেমসে সর্বকালীন রেকর্ডের পাশাপাশি তাঁর ব্যক্তিগত রেকর্ডও বটে। তবে তৃতীয়বার ৯০ কিলো তুলতে গিয়ে ব্যর্থ হন। স্ন্যাচিং বিভাগের শেষে শীর্ষে ছিলেন এই অ্যাথলিট। ক্লিন এন্ড জার্ক রাউন্ডে তিনি ১০৯ কেজি এবং ১১৩ কেজি ওজন তোলেন। যা কিনা নয়া রেকর্ড।