প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের জয়জয়কার। মেয়েদের ব্যক্তিগত শুটিং বিভাগে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। একটি সোনা, অপরটি ব্রোঞ্জ। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছেন অবনী লেখারা। আর এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন ভারতের মোনা আগরওয়াল।
অবনী এর আগে টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন। কিন্তু ব্রোঞ্জ জেতা মোনাকে এই পদকের জন্য ঘর ছাড়তে হয়েছিল। কেমন ছিল তাঁর এই লম্বা সফর?
পোলিওর কারণে রাজস্থানের বাসিন্দা মোনার পা নষ্ট হয়ে গিয়েছিল। শুরু থেকে কখনও খেলাধুলা করতে আগ্রহী ছিলেন না। কিন্তু ২৩ বছর বয়স থেকে ধীরে ধীরে খেলাধুলা নিয়ে আগ্রহী হয়ে পড়েন।
কিন্তু তখনও মোনা জানতেন না কী খেলবেন। কিন্তু মোনার এই খেলাধুলার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর সন্তানরা। নিজের সিদ্ধান্তে অনড় থেকে ১৪ বছর আগে ঘর ছেড়েছিলেন তিনি।
শট পাট, ভারোত্তোলন, ভলিবল সব খেলেছেন শেষ পর্যন্ত তিনি মনোনিবেশ করেন শুটিংয়ে। এই বিভাগেই প্রথমবার প্যারাঅলিম্পিক্সে অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
মোনার কথায় এই ১৪ বছর পরিবার, সন্তান সবার থেকে দূরে থাকা মোটেই সহজ কাজ ছিল না। তাঁর কথায়, সন্তানদের সঙ্গে কথা হলে, তাঁরা চিন্তা করতেন মোনার জন্য। খুব কষ্ট হত, কিন্তু তাঁর লক্ষ্য ছিল দেশের হয়ে পদক জেতা।
পরিবারের থেকে দূরে থাকা, আর্থিক সমস্যার মতো একাধিক বাধা এসেছিল। কিন্তু সব বাধা পেরিয়ে দেশের হয়ে পদক জিতেছেন ৩৭ বছরের মোনা। কিন্তু এখানেই যাত্রা শেষ করতে চান না, আরও এগিয়ে যেতে চান তিনি।
পদক জেতার পর মোনার বাড়িতেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজস্থানের জয়পুরের বাড়ি গমগম করছে বাজনাতে। সকলে সেই বাজনায় পা মিলিয়েছেন। নাচতে দেখা গিয়েছে মোনার স্বামীকেও।