Paralympics 2024 : ১৪ বছর আগে ঘর ছেড়েছিলেন, প্যারা অলিম্পিক্সে মোনার পদক হাসি ফোটাচ্ছে পরিবারের মুখে

Updated : Sep 01, 2024 06:54
|
Editorji News Desk

প্যারিস প্যারাঅলিম্পিক্সে ভারতের জয়জয়কার।  মেয়েদের ব্যক্তিগত শুটিং বিভাগে দুটি পদক এসেছে ভারতের ঝুলিতে। একটি সোনা, অপরটি ব্রোঞ্জ।  ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছেন অবনী লেখারা। আর এই বিভাগেই ব্রোঞ্জ জিতেছেন ভারতের মোনা আগরওয়াল। 

অবনী এর আগে টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন। কিন্তু ব্রোঞ্জ জেতা মোনাকে এই পদকের জন্য ঘর ছাড়তে হয়েছিল। কেমন ছিল তাঁর এই লম্বা সফর? 

পোলিওর কারণে রাজস্থানের বাসিন্দা মোনার পা নষ্ট হয়ে গিয়েছিল। শুরু থেকে কখনও খেলাধুলা করতে আগ্রহী ছিলেন না। কিন্তু ২৩ বছর বয়স থেকে ধীরে ধীরে খেলাধুলা নিয়ে আগ্রহী হয়ে পড়েন। 

কিন্তু তখনও মোনা জানতেন না কী খেলবেন। কিন্তু মোনার এই খেলাধুলার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর সন্তানরা। নিজের সিদ্ধান্তে অনড় থেকে ১৪ বছর আগে ঘর ছেড়েছিলেন তিনি। 

শট পাট, ভারোত্তোলন, ভলিবল সব খেলেছেন শেষ পর্যন্ত তিনি মনোনিবেশ করেন শুটিংয়ে। এই বিভাগেই প্রথমবার প্যারাঅলিম্পিক্সে অংশগ্রহণ করে ব্রোঞ্জ জিতেছেন তিনি। 

মোনার কথায় এই ১৪ বছর পরিবার, সন্তান সবার থেকে দূরে থাকা মোটেই সহজ কাজ ছিল না। তাঁর কথায়, সন্তানদের সঙ্গে কথা হলে, তাঁরা চিন্তা করতেন মোনার জন্য। খুব কষ্ট হত, কিন্তু তাঁর লক্ষ্য ছিল দেশের হয়ে পদক জেতা। 

পরিবারের থেকে দূরে থাকা, আর্থিক সমস্যার মতো একাধিক বাধা এসেছিল। কিন্তু সব বাধা পেরিয়ে দেশের হয়ে পদক জিতেছেন ৩৭ বছরের মোনা। কিন্তু এখানেই যাত্রা শেষ করতে চান না, আরও এগিয়ে যেতে চান তিনি। 

পদক জেতার পর মোনার বাড়িতেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজস্থানের জয়পুরের বাড়ি গমগম করছে বাজনাতে। সকলে সেই বাজনায় পা মিলিয়েছেন। নাচতে দেখা গিয়েছে মোনার স্বামীকেও। 

  

Para Olympics

Recommended For You

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?