রান-আপ একটু ঠিক করে নিলে, বুমরা আরও পেস পাবেন। বক্তা কে জানেন ? শুনলে চমকে যাবেন। বক্তা টোকিও অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া। নীরজের দাবি, বোলিং করার সময় বুমরার রান আপে কিছু বদল আনা দরকার।
নীরজ জানিয়েছেন, বুমরা তাঁর পছন্দের ক্রিকেটার। কারণ, বাকি বোলারদের থেকে ভারতের এই স্পিডস্টারের অ্যাকশন একদমই আলাদা। সেই কারণে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে বুমরাকে তাঁর রান-আপে একটু বদল আনতে বলছেন নীরজ।
গত ১৯ নভেম্বর আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান। ম্যাচ নিয়ে তাঁর মতামত, ওই দিন অস্ট্রেলিয়া সব দিক থেকেই এগিয়ে ছিল। আসলে মানসিক দিক থেকে ওইদিন টিম ইন্ডিয়াকে পিছনে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া।
আর কয়েকদিন পরেই দক্ষিণ আফ্রিকা চলে যাবে ভারত। এই সিরিজে শুধুমাত্র টেস্ট সিরিজ খেলবেন বুমরা। নীরজ জানিয়েছেন, সময় পেলে তিনিও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ম্যাচ দেখতে যাবেন। কারণ, প্যারিসের জন্য ওই সময় তিনি দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি নেবেন।