প্যারিস অলিম্পিকে সাফল্য। দেশকে একই অলিম্পিকে দুটি ব্রোঞ্জ এনে দিয়েছেন মনু ভাকের। এবার অলিম্পিকে জ্যাভলিনে নীরজ চোপড়া সোনা জিততে না পারলেও রুপো জিতেছেন। এই সাফল্যের পরই দেশের এই দুই অ্যাথলিটের পিছনে ছুটছে দেশের একাধিক ব্র্যান্ড।
প্যারিস অলিম্পিকে সাফল্যের পর একাধিক সংস্থা নীরজ চোপড়াকে মুখ করতে চাইছে। বার্ষিত চুক্তিতে বেশ কিছু ক্রিকেটারকেও টেক্কা দিয়েছেন নীরজ। ক্রিকেটার বাদে সেরা অ্যাথলিট হিসেবে দেশে শীর্ষে নীরজই। পিছিয়ে নেই মনু ভাকেরও। সফট ড্রিঙ্ক সংস্থার সঙ্গে দেড় কোটি টাকার চুক্তিতে সই করেছেন মনু। প্যারিস অলিম্পিকের আগে মনু ভাকেরের বার্ষিক চুক্তির দর ছিল ২৫ লক্ষ টাকা। অলিম্পিকের পর ৬ গুণ বৃদ্ধি পেয়েছে তাঁর চুক্তির দর। জানা গিয়েছে, অলিম্পিকের পর দেশের ৪০টি সংস্থা ব্র্যান্ডিংয়ের জন্য মনুর সঙ্গে ইতিমধ্যেই কথা সেরে ফেলেছে।
এবার অলিম্পিকে পদক জিততে পারেননি। কিন্তু দেশবাসীর মন জিতে নিয়েছেন ভিনেশ ফোগাত। কুস্তিতে ফাইনালে উঠেও ছিটকে যেতে হয় তাঁকে। ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছিল তাঁর। তাতেই ডিসকোয়ালিফাই হয়ে যান ভিনেশ ফোগাত। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন তিনি। তাঁর আবেদন খারিজ হয়ে যায়। কিন্তু বিভিন্ন সংস্থা ভিনেশকেও তাঁদের মুখ হিসেবে দেখতে চাইছে। প্যারিস অলিম্পিকের আগে ভিনেশের বার্ষিক চুক্তির দর ছিল ২৫ লক্ষ টাকা। তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকা।