বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়া। প্রথম থ্রো-এই যোগ্যতা অর্জন করেন তিনি। ডিসট্যান্স ছিল ৮৮.৭৭ মিটার। অলিম্পিকের সোনা জয়ের দূরত্বের থেকেও দূরে থ্রো করেন তিনি। এই থ্রোয়ের মাধ্যমেই প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করে ফেললেন নীরজ।
শুক্রবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের গ্রুপ এ-র লড়াই ছিল। ৮৩ মিটার থ্রো ছিল ফাইনালে সরাসরি ওঠার মাপকাঠি। প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য ৮৫.৫ মিটার থ্রো করতে হত। ৮৮.৭৭ মিটার থ্রো করে সেই কাজটি করে ফেললেন নীরজ। এখনও পর্যন্ত এটাই নীরজের এই মরশুমের সেরা থ্রোয়িং ডিসট্যান্স।
আরও পড়ুন: ওড়িশা এফসির বিরুদ্ধেই AFC কাপের লড়াই শুরু করবে মোহনবাগান