বিশ্ব অ্যাথলেটিক্স চ্য়াম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। প্রত্যাশা ছিল, এবার জুরিখেও ডায়মন্ড লিগে (Diamond League) সোনা জিতবেন। কিন্তু বৃহস্পতিবার এই আন্তর্জাতিক টুর্নামেন্টে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ।
ফাইনাল রাউন্ডে ৮৫.৭১ মিটার থ্রো করেন নীরজ। জুরিখের ডায়মন্ডলিগে ৮৫.৮৬ মিটার থ্রো করে সোনা জেতেন চেক রিপাবলিকের জাকুব ভাদলেজ। বিশ্ব অ্যাথলেটিক্সে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন।
আরও পড়ুন: মহমেডানের খেলা দেখতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক সমর্থকের
ডায়মন্ড লিগের আগে এই মরশুমে অপরাজিত ছিলেন নীরজ চোপড়া। জুরিখে প্রথম হারতে হল ভারতীয় জ্যাভলিন তারকাকে। এর আগে নীরজ ডায়মন্ড লিগে লসেন ও দোহাতে সোনা জিতেছিলেন। গত রবিবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স মিটে সোনা জেতেন তিনি।