চোট সারিয়ে ফের স্বমহিমায় ভারতীয় তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার তাঁকে দেখা যাবে ডায়মন্ড লিগের ষষ্ঠ পর্বতে। জুন অর্থাৎ চলতি মাসের ৩০ তারিখ থেকে লুসানে এই লিগ শুরু হবে।
যদিও এই লিগে অংশগ্রহণের বিষয়ে নীরাজ নিজে কিছুই জানাননি। তবে, ইতিমধ্যেই ডায়মন্ড লিগের আয়োজকরা অ্যাথলিটদের তালিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন - সুনীলের হ্যাটট্রিক, পাকিস্তানকে ৪-০ ব্যবধানে দুরমুশ ভারতের
প্রকাশিত ওই তালিকায় সরকারি ভাবে জানানো হয়েছে, নীরজ চোপড়াকে এই লিগে চ্যালেঞ্জ করবেন চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেখ এবং জার্মানির জুলিয়ান ওয়েবার।