লসেন ডায়মন্ড লিগ জয় ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার। আরও একবার বড় টুর্নামেন্টে সাফল্য। চোট কাটিয়ে এক মাস পর ফিরেই টুর্নামেন্ট জিতলেন নীরজ।
সুইৎজারল্যান্ডের লসেন ডায়মন্ড লিগে এদিন ৮৭.৬৬ মিটার থ্রো করেন নীরজ চোপড়া। প্রথম ও চতুর্থ থ্রো-তে সুবিধা করতে পারেননি নীরজ চোপড়া। পঞ্চম থ্রো-তে লক্ষ্যে পৌঁছে যান তিনি। তবে ৯০ মিটারের আক্ষেপ এবারও মিটল না নীরজের। সামনেই এশিয়ান গেমস। ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে নজরে থাকবেন নীরজ।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে ভারতে আসছে অস্ট্রেলিয়া, তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন অজিরা
শেষবার দোহা ডায়মন্ড লিগে সাফল্য পান নীরজ চোপড়া। গত মাসে চোট পাওয়ার পর টুইটারে বিবৃতি দিয়ে জানান তিনি। চোট কাটিয়ে ফের আত্মবিশ্বাসী নীরজ চোপড়া।