ফের ইতিহাসের পাতায় ভারতের নীরজ চোপড়া। চোট সারিয়ে ফিরেই জিতলেন ডায়মন্ড লিগ। লুসেন প্রথম ভারতীয় হিসাবে এই খেতাব জয়ের নজির তৈরি করলেন পানিপথের এই জ্যাভলার। প্রথম প্রচেষ্টাতেই ৮৯.৯০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতে নেন ভারতের সোনার ছেলে।
চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম তুল নিয়েছিলেন নীরজ। চোট সারিয়ে ফিরেই রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন।
ফিট হয়ে ডায়মন্ড লিগেই প্রথমবার নামলেন নীরজ। প্রথম থ্রো-ই ছিল ৮৯.৯০ মিটারের। প্রথম বারেই বাজিমাত করে দিলেন। দ্বিতীয় স্থানে শেষ করেছেন চেক রিপাবলিকের জ্যাকুব ভাদলেজ। তাঁর থ্রো ৮৫.৮৮ মিটার। সোনা জিতে জুরিখ ডায়মন্ড লিগে যোগ্যতা অর্জন করলেন নীরজ।
বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরই জার্মানিতে রিহ্যাব প্রক্রিয়া শুরু হয় নীরজের। মেডিক্যাল টিম নীরজকে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। ক’দিন আগে লুসেন ডায়মন্ড লিগের আয়োজকদের তরফে অংশ গ্রহণকারী অ্যাথলিটদের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় নাম থাকলেও নীরজের নামা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু পানিপথের জ্যাভলিন থ্রোয়ার প্রমাণ করে দিলেন তিনি সত্যিই ভারতের সোনার ছেলে।