কেরিয়ারের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অলিম্পিকের সোনাজয়ী অ্য়াথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। জ্যাভলিনের গ্রুপ ‘এ’ কোয়ালিফিকেশনে শুক্রবার অরিগনে ৮৮.৩৯ মিটার স্কোর করে ফাইনালে পৌঁছে যান তিনি। রবিবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে পৌঁছলেন আরেক ভারতীয় রোহিত যাদবও (Rohit Yadav)।
রবিবার ইতিহাসের সামনে দাঁড়িয়ে নীরজ চোপড়া। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনা একই সঙ্গে অর্জন করার নজির গড়া সহজ নয়। শেষ বার ২০০৯ সালে এই জোড়া সাফল্য পেয়ে রেকর্ড গড়েন নরওয়ের অ্যাথলিট আন্দ্রিয়াস থরকিডসেন।
আরও পড়ুন: সিন্ধুর স্ম্যাশে ঘায়েল জাপানি প্রতিপক্ষ, ৩২ মিনিটে সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু
নীরজ ছাড়াও এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো-তে অংশ নিয়েছেন রোহিত যাদব। ৮০.৪২ মিটার থ্রো-য়ের পর গ্রুপ বি থেকে ফাইনালে পৌঁছেছেন তিনিও। রবিবার ফাইনালে নামবেন তিনিও।