বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়। এই ইভেন্টের পর বুদাপেস্টে নীরজের অটোগ্রাফ চেয়েছিলেন এক বিদেশি অনুরাগী। কিন্তু সই দিতে রাজি হলেন না নীরজ। এই প্রত্যাখ্যানেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কোড়ালেন নীরজ।
বুদাপেস্টে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতেছেন নীরজ। বিশ্বের একাধিক দেশে তাঁর ফলোয়ার আছেন। রবিবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর অনেকেই তাঁর সইয়ের অনুরোধ করেন। হাঙ্গেরির এক ভক্ত ভারতের একটি জাতীয় পতাকা এগিয়ে তাতে সই করতে বলেন। নীরজ জানান, তিনি জাতীয় পতাকার উপর সই করতে পারবেন না। নীরজ ওই মহিলার জামার হাতায় সই করে দেন। তাতেই খুশি হন নীরজের ওই ভক্ত।
আরও পড়ুন: বারবার দেশের হয়ে সোনা জয়, নীরজের ডায়েট চার্টে কী কী থাকে, জেনে নিন
এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক সাংবাদিক। ওই ছবিতে দেখা যায়, ভারতের পতাকা রাখা আছে টেবিলে। মহিলার জামার হাতায় সই করতে দেখা যায় নীরজকে।