এশিয়ান গেমসে নামতে চলেছেন নীরজ চোপড়া। বুধবার এশিয়ান গেমসে খেতাব রক্ষার লড়াইয়ে নামবেন নীরজ। প্রতিপক্ষ পাকিস্তানের আরশাদ নাদিম। ২০১৮ সালে এশিয়ান গেমসে হারতে হয়েছিল নীরজের বিরুদ্ধে। চলতি বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও হারতে হয়েছে তাঁকে। তাই এবার নীরজের বিরুদ্ধে আপ্রাণ জয়ের চেষ্টা করবেন পাক অ্য়াথলিট।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সব সময়ই স্পেশাল। তাই আরশাদ নাদিম ও নীরজ চোপড়ার লড়াই দেখার প্রহর গুনছে বিশ্ব। এই ম্যাচে নামার আগে নীরজ জানিয়েছেন, তিনি ৯০ মিটার লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছেন।
কখন কীভাবে এই ম্যাচ দেখা যাবে। বুধবার বিকেল ৪টে ৪৫ মিনিটে এশিয়ান গেমসে এই ম্যাচ হবে। সোনি স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ লাইভ দেখা যাবে। সোনি লিভ অ্যাপে লাইভস্ট্রিমিং হবে এই ম্যাচ।