দেশকে ফের গর্বিত করলেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) । অলিম্পিক্সের পর ফের সোনা (Gold Medal) জিতলেন । ফিনল্যান্ডে কুয়োরটন গেমসে ৮৬.৬৯ মিটার জ্যাভলিন (Javelin) ছুঁড়ে সোনা জিতেছেন তিনি ।
শনিবার, বৃষ্টি ভেজা মাঠে খেলা চলছিল । সেখানে প্রথম বারেই ৮৬.৬৯ মিটার ছোড়েন নীরজ । সেটাই তাঁকে সোনার পদক এনে দিল । তবে, এবারও ৯০ মিটারের লক্ষ্য পূরণ হল না । একটুর জন্য সেটা হাতছাড়া হয়ে গেল নীরজের ।
দু-তিন আগেই পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার জ্যাভলিন ছুঁড়ে জাতীয় রেকর্ড করেছিলেন নীরজ । তবে, সেবার সোনা জেতেননি । রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে । ফিনল্যান্ডে সেই আক্ষেপ মিটে গিয়েছে । ৯০ মিটারের লক্ষ্য পূরণ হয়নি ঠিকই । কিন্তু, হাল ছাড়তে নারাজ নীরজ ।