এশিয়ান গেমসের (Asian Games 2023) জ্যাভলিনে বিতর্কের পর পর বিতর্ক। সব শেষে সোনাই জিতলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর থ্রো-এর ডিসট্যান্স ছিল ৮৮.৮৮ মিটার। এই ইভেন্টেই রুপো জয় কিশোর কুমার জেনার। তাঁর ব্যক্তিগত সেরা ডিসট্যান্স ছিলেন ৮৭.৫৪ মিটার। ৮২.৬৮ মিটার ডিসট্যান্সে থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন জাপানের গেঙ্কি ডিন।
এদিন স্টার্ট লিস্টে দ্বিতীয় স্থানে ছিল নীরজের নাম। চার নম্বরে ছিলেন কিশোর। কিশোরের থ্রো-কে প্রথমে ফাউল বলেন আম্পায়ার। নীরজ এগিয়ে এসে প্রতিবাদ করেনষ সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার। নীরজের তৃতীয় প্রয়াস ফাউল হয়। কিন্তু নীরজকে টপকে যান কিশোর।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারাল, এশিয়ান গেমসের ফাইনালে মনদীপ সিংরা
অলিম্পিকে ৮৯.৯৪ মিটার থ্রো করেন। এশিয়াডে ৯০ মিটার থ্রো করতে চেয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জেতেন তিনি। অবশেষে ৮৮.৮৮ মিটার থ্রো-তে ই সোনা জয় নীরজের।