কমনওয়েলথের আসরে রবিবার ভারতীয়দের দাপট অব্যাহত। দিনের শুরুতে জোরা সোনার পর এবার লাইট ফ্লাইওয়েট ক্য়াটাগরিতে সোনা জিতলেন ভারতের নিখাত জারিন। হারালেন নর্দান আয়ারল্যান্ডের প্রতিপক্ষকে। এদিকে, রবিবার অ্যাথলেটিক্সেও আরও চারটি পদক ঘরে তুলেছে ভারত। এরমধ্যে প্রথমবার ট্রিপল জাম্পে সোনা জিতল ভারত। এই ইভেন্টে রুপোও জিতেছে ভারত। সোনা পেয়েছেন এলধোস পল। রুপো পেলেন আবদুল্লা আবুবাকের। পুরুষদের ১০ হাজার মিটার রেস ওয়াকে ব্রোঞ্জ পেলেন সন্দীপ কুমার। মহিলাদের জ্যাভলিনে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের অন্নু রানি।
গত বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইস্তানবুল থেকে ভারতীয় বক্সিংকে আশা দেখিয়েছিলেন নিখাত জারিন। তাই পন্ডিতদের মতে, বিলেতের মাটিতে তাঁর সোনা জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। প্রথম রাউন্ড থেকে নিখাতের আক্রমণে ব্যাকফুটে চলে যান তাঁর প্রতিপক্ষ। ফাইনালের পাঁচ বিচারকই ভারতীয় মহিলা বক্সারের পক্ষে রায় দিয়েছেন।
তবে টেবল টেনিসের ডাবলসে সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না অচিন্ত্য শরথ কমল-সাথিয়ান জ্ঞানশেখরন জুটির। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। ফাইনালে তাঁরা দুরন্ত লড়াই করেও ২-৩ গেমে হেরে গেলেন ইংল্যান্ডের পল ড্রিঙ্কহল-লিয়াম পিচফোর্ড জুটির কাছে। এদিকে, ব্যাডমিন্টনে সিঙ্গলসের ফাইনালে ভারতের পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। যদিও হেরে বিদায় শ্রীকান্তের।