অস্ট্রেলিয়ান ওপেন (Australia Open) শুরুর আগে দ্বিতীয়বার ভিসা নিয়ে বিতর্ক। এবার জকোভিচকে (Novak Djokovic) নিয়ে মুখ খুললেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। নাদাল জানালেন, খেলার ওপরে কেউ বড় নয়।
সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে নাদাল জানান, "যে কোনও খেলোয়াড়ের থেকেই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ান ওপেন। গোটা পরিস্থিতি আরও জটিল হতে পারে। যতক্ষণে বিষয়টি মীমাংসা হতে পারত, তার থেকে বেশি সময় লাগছে। ব্যক্তিগতভাবে এটা আমার কোনও ক্ষতি করবে না। জোকোভিচ খেলুক বা না খেলুক, অস্ট্রেলিয়ান ওপেন সফল হবেই।"
ভিসা বাতিলের পর মেলবোর্নে একটি বাড়িতে গৃহবন্দি রাখা হয়েছে জকোভিচকে। শনিবার অস্ট্রেলিয়ার অভিবাসন দফতর তার সঙ্গে দেখা করবে। জকোভিচের উত্তরের পরই মীমাংসা হবে, তিনি সে দেশে থাকতে পারবেন কিনা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন শুরুর দু’দিন আগে ফের আটক নোভাক জোকোভিচ
জোকোভিচ ও নাদাল দুজনেই এবার রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। ২০টি করে গ্র্যান্ডস্লাম জিতেছেন দুজনেই। অস্ট্রেলিয়ান ওপেনে জিতলে প্রথম টেনিস তারকা হিসেবে ২১টি গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ থাকছে দুই খেলোয়াড়ের।