সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিচ্ছেদের পর ভারতীয় টেনিস সুন্দরীর পাশে শোয়েবের পরিবার। দাদার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পাক ক্রিকেটারের বোন।
পাকিস্তানের সংবাদমাধ্যম অনুযায়ী, শোয়েবের বোন জানিয়েছেন, পাক ক্রিকেটারের তৃতীয় বিয়েতে পরিবারের সকলেই ক্ষুব্ধ। সানা জাভেদের সঙ্গে বিয়েতে পরিবারের কাউকে পাশে পাননি শোয়েব।
আরও পড়ুন - কী ভাবে শুরু হয়েছিল শোয়েব-সানিয়ার প্রেম? ফিরে যাওয়া যাক বারো বছর আগে
এই বিয়ে ভাঙার কারণ হিসেবে শোয়েবের বোন তাঁর দাদাকেই দোষারোপ করেছেন। তাঁর কথায়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে সমস্যা তৈরি হয়েছিল শোয়েব এবং সানিয়ার মধ্যে। বার বার বুঝিয়েও লাভ হয়নি। একাধিক নারীর সঙ্গে শোয়েবের সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতের টেনিস তারকা।