বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের আসরে চমক। অস্ট্রেলিয়ায় গ্রান্ড স্ল্যামের আসরে নোভাক জকোভিচের সঙ্গে টেনিস খেলেছেন স্টিভ স্মিথ। শুধু তাই নয়, ২২ গজের পাশাপাশি টেনিস র্যাকেটও রীতিমতো ঝড় তুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্মিথ। ক্রিকেটার এবং টেনিস খেলোয়াড়ের এই ম্যাচের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে মেলবোর্ন পার্কে নোভাক জকোভিচের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে নেমেছিলেন স্টিভ স্মিথ। এই ম্যাচেই নিজের টেনিস স্কিল দেখিয়ে চমকে দিলেন স্মিথ।
আরও পড়ুন - T-20 বিশ্বকাপে কি শামি খেলবেন ? জানতে চান জাতীয় নির্বাচকরা
স্মিথের রিটার্ন দেখে অবাক হয়েছেন জোকোভিচ। মাথা নীচু করে কুর্নিশও করেন তিনি। শুধু তাই নয়, এর পর জোকোভিচকেও দেখা যায় স্মিথের বিপরীতে ক্রিকেট খেলতে। কয়েকটি বল মিস করলেও, একটি ভাল শট মারেন জোকোভিচ।