মেলবোর্নে জোকার ম্যাজিক। রবিবাসরীয় রড লেভার অ্যারিয়ান গ্রিসের প্রতিপক্ষ চিচিপাসকে স্ট্রেট সেটে হারিয়ে ২২টি গ্র্যান্ডস্লামের মালিক হলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। ১০টি অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড স্লাম জয়ের তালিকায় এদিন তিনি ছুঁয়ে ফেললেন রাফায়েল নাদালকে। টুর্নামেন্টের চতুর্থ বাছাই জকোভিচ ম্যাচ বার করলেন পর পর দুটি টাইব্রেকার জিতে। ম্যাচের ফল ৬-৩, ৭-৬,৭-৬। এক বছর আগে করোনা বিতর্কের জেরে এই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ফিরে যেতে হয়েছিল জোকারকে। এক বছর পর সেই মেলবোর্নেই ফের রাজা জকোভিচ।
আক্ষরিক অর্থেই এদিন রেকর্ড গড়ে রড লেভার অ্যারিনা ছাড়লেন ৩৫ বছরের নোভাক জকোভিচ। বিশ্ব টেনিসে তিনিই একমাত্র, যিনি এই কোর্টে সবচেয়ে বেশি অপরাজিত। ২০১৯ সাল থেকে টানা ২৭ ম্যাচ অপরাজিত জোকার। এদিন শুরু থেকে চিচিপাসকে পাওয়ার টেনিসে কোণঠাসা করে দেন তিনি। প্রায় তিন ঘণ্টার ম্যাচে পর পর দুটি সেট গড়ায় টাইব্রেকারে। এবং পর পর দুটি টাইব্রেকারেই সার্ভিস ব্রেক করে ম্যাচ বার করেন জকোভিচ।
প্রথমে মনে হয়েছিল অ্যান্ডি মারেকে ছিটকে দেওয়া গ্রিক চিচিপাস, হয়তো ফাইনালে প্রতিরোধ গড়বেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গেই চিচিপাসও ম্যাচ থেকে হারিয়ে গেলেন। ২৪ বছরের এই তরুণকে কখনই এক ইঞ্চি জমি দিলেন না জোকার। বরং বারবার প্রতিপক্ষের গ্রাস থেকেই ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেলেন।