বিশ্বের ১ নম্বর টেনিস তারকা, ২০ বার গ্র্যান্ড স্লাম জয়ী নেভাক জোকোভিচ (Novak Djokovic) রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। এমনই দাবি টেনিস তারকার নিজের দেশ সার্বিয়ার জোকার অনুরাগীদের। আপাতত নোভাককে মেলবোর্ন সরকার একটি হোটেলে নিভৃতবাসে রেখেছে। তার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সার্বিয়ানদের একাংশ।
নোভাকের বাবাও এই বিষয়ে সুর চড়িয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর ছেলে ঔপনিবেশিকতা এবং অন্যায়ের শিকার। অস্ট্রেলিয়ার সরকার এবং অস্ট্রেলীয় ওপেনের (Australian Open) আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন: Novak Djokovic: মেলবোর্ন বিমানবন্দরে আটক জোকোভিচ? অস্ট্রেলীয় ওপেনে নামা নিয়ে সংশয়
জোকোভিচের দাবি, টিকা না নিয়েই যাতায়াত করার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র তাঁর কাছে রয়েছে। কিন্তু অজি প্রধানমন্ত্রীর বক্তব্য, নোভাক আইনের ঊর্ধ্বে নন। তাঁদের দেশের আইন অনুযায়ী, হয় বিদেশ থেকে টিকা নিয়ে অস্ট্রেলিয়ায় ঢুকতে হবে, নয়তো অস্ট্রেলিয়ায় নেমে টিকা নিতে হবে। নোভাক জোকোভিচের টিকাবিরোধী অবস্থানের সঙ্গে তাই সংঘাত বেঁধেছে অস্ট্রেলিয়ার সরকারের।