কার্লোস আলকারাজকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। চোটই ছিটকে দিল আলকারাজকে। ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতলেন জোকার।
ফরাসি ওপেনের সেমিফাইনালে বেশ কিছু ভুল করলেন বিশ্বের শীর্ষ স্থানে থাকা প্লেয়ার আলকারাজ। অভিজ্ঞ খেলায়োড় জোকোভিচের বরুদ্ধে বেশ কিছু আনফোর্সড এরর করলেন। যা তাঁরে অনেকটাই পিছিয়ে দিল গোটা ম্যাচে।
আরও পড়ুন: গ্রিন টপে কে বলল স্পিনার নেওয়া যায় না, লিয়নের প্রশংসা করে অশ্বিনের হয়ে সওয়াল সৌরভের
প্রথম সেটে বিধ্বংসী মেজাজে ছিলেন জোকোভিচ। ৬-৩ পয়েন্টে জেতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান আলকারাজ। ৭-৫ পয়েন্ট নিয়ে সমতা ফেরান তিনি। এরপরই তৃতীয় সেটে পায়ে ক্র্যাম্প ধরে আলকারাজের। ৬-১ ও ৬-১ পয়েন্টে পরপর দুটি সেট হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন আলকারাজ।