সেমিফাইনালে কোনও বেগ পেতে হল না। উইম্বলডনের ফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। শুক্রবার সেন্টার কোর্টে সেমিফাইনালে অষ্টম বাছাই ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ও ৭-৬ গেমে হারালেন তিনি। অস্ট্রেলিয়া ওপেন, ফরাসি ওপেনের মতো, এই রবিবার উইম্বলডন ফাইনাল জয়ের সুযোগও থাকছে জোকোভিচের সামনে। জিতলেই ২৪তম গ্র্যান্ডস্লামের মালিক হবেন তিনি।
এবার উইম্বলডনে রজার ফেডেরার নেই। চোটের জন্য নেই নাদালও। সিনারের মতো তরুণ ও উঠতি প্রতিভার বিরুদ্ধে লড়াই হবে, মনে করেছিলেন অনেকেই। কিন্তু সরাসরি সেট জিতে যাবেন, ভাবতে পারেননি কেউই। প্রথম দুই সেটে জোকারের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না তিনি।