গেম-সেট-ফাইনাল। রবিবার ঐতিহ্যের উইম্বলডনে ছেলেদের ফাইনালের আগে সেন্টার কোর্টে ঠিক হয়ে গেল মঞ্চ। অভিজ্ঞতা বনাম তারুণ্যের ম্যাচ দেখার জন্য গ্যালারি ভরবে। কারণ, ফাইনাল খেলবে নোভাক জকোভিচ ও কার্লোস অ্যালকারাজ। স্পেন বনাম সার্বিয়ার এই লড়াই বিশ্ব টেনিসে অতীতেও হয়েছে। তবে এক অন্য ধারায়।
হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে এবার উইম্বলডন খেলতে এসেছেন জোকার। সবাই মনে করেছিল, তাঁর দিন ফুরিয়ে গিয়েছে। কিন্তু ছেলেদের সেমিফাইনালে ২৫টি গ্র্যান্ডস্লামের মালিক জিতেছেন স্ট্রেট সেটে। হারিয়েছেন টুর্নামেন্টের ২৫তম বাছাই ইতালির লরেঞ্জ মুত্তেসিকে। ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ের ফল ৬-৪, ৭-৬, ৬-৪।
তার আগেই অবশ্য ফাইনালে নিজের টিকিট পাকা করে নিয়েছিলেন স্প্যানিয়াড কার্লোস অ্যালকারাজ। রাফায়েল নাদালের ছাত্র প্রথম সেটে পিছিয়ে পড়ে, লড়াই ছাড়েননি। প্রতিপক্ষ রাশিয়ার দানিল মেদভেদেভ কার্যত রুখে দিয়ে ফাইনালে ওঠেন তিনি। ২ ঘণ্টা ৫৫ মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই রুশ তারকাকে ৬-৭, ৬-৩, ৬-৪, ৬-৪ ফলে হারিয়ে উইম্বলডনের ফাইনালে চলে গেলেন তৃতীয় বাছাই স্প্যানিশ।
রবিবার ইউরোপে স্পেনের সামনে ডবল করার হাতছানি। ফুটবলের মঞ্চে ইউরো কাপের ফাইনালে উঠেছে স্পেন। আর টেনিসে মাদ্রিদের বাজি অ্যালকারাজ। তবে, প্রাক্তনরা বলছে হাঁটুর অপারেশনের পরে মনে করা হয়েছিল একটু আড়ষ্টতা থাকবে জোকারের মধ্যে। কিন্তু এই উইম্বলডনে তার কোনও প্রভাব নেই। বরং নোভাকের খিদে দেখে মনে হচ্ছে, আরও একটা গ্র্যান্ডস্লাম জিততে চান।
তাই অল ইংল্যান্ড ক্লাব তৈরি রবিবাসরীয় ঘাসের কোর্টে এক মহাকাব্যের জন্য। যেখানে লড়াই বিশ্ব টেনিসের অভিজ্ঞতার শিখরে থাকা নোভাক জকোভিচের সঙ্গে জেন জি কার্লোস অ্যালকারাজের।