অবশেষে ভাঙল কিরিয়স দূর্গ। ভাঙল উইম্বলডনের মঞ্চেই। অজি প্রতিপক্ষকে হারিয়ে রবিবার ২১তম গ্র্যান্ডস্লাম জয় সম্পন্ন করলেন নোভাক জকোভিচ। চার সেটের লড়াইয়ে জোকার জিতলেন তিন-এক সেটে। প্রথম সেটে পিছিয়ে থেকেই এদিন শুরু করেছিলেন টুর্নামেন্টের এক নম্বর। ছয়-চার গেমে প্রথম সেট জেতেন কিরিয়স। আবার শুরু হয় প্রমাদ গোনা। এবারও প্রশ্ন ওঠে, তাহলে কী কিরিয়স দূর্গ এবারও অধরা থেকে গেল ? কিন্তু তিনি নোভাক জকোভিচ। ম্যাচের কোন জায়গা থেকে তিনি ফিরে আসবেন, তা তিনি ছাড়া আর কেউ জানেন না। তাই পর পর দুটি সেট জিতে কিরিয়সকে পিছনে ফেলে দেন। চতুর্থ সেটের লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। সার্ভিস ব্রেক করতেই জোকারের সামনে পতন হল কিরিয়স দূর্গ। ঘাসের কোর্টে ফের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। সেইসঙ্গে ক্যাবিনেটে উঠল ২১তম গ্র্যান্ডস্লাম ট্রফি।
ভ্যাকসিন না নেওয়ার ফলে অস্ট্রেলীয় ওপেনে নামতে পারেননি জোকার। ফরাসি ওপেনে খেললেও কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন। ভ্যাকসিন নেননি বলে যুক্তরাষ্ট্র ওপেনেও খুব সম্ভবত খেলতে পারবেন না জোকার। তাই তাঁর একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ ছিল উইম্বলডনেই। সেই সুযোগকেই কাজে লাগালেন তিনি। সপ্তমবারের মতো উইম্বলডন ট্রফি উঠল তাঁর হাতে। স্লাম জয়ের নিরিখে টপকে গেলেন রজার ফেডেরারকে।
রবিবাসরীয় ফাইনালে প্রথম সেট যদি হয় কিরিয়সের। তাহলে দুই থেকে চার জোকারের। যদিও বেশ দাপট দেখিয়েই শুরু করেছিলেন জোকার। মাঝে খানিকটা সময় ছন্দ হারাতেই খেলা ধরে নেন কিরিয়স। কিন্তু ওইটুকু। বাকিটা শতবর্ষের সেন্টার কোর্টের জোকার আর তাঁর পাওয়ার টেনিস। সেট-ম্যাচ- চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ।