Wimbledon 2022 : কিরিয়স দূর্গের পতন, সপ্তমবার উইম্বডন জিতে ২১তম গ্র্যান্ডস্লাম জকোভিচের

Updated : Jul 12, 2022 22:14
|
Editorji News Desk

অবশেষে ভাঙল কিরিয়স দূর্গ। ভাঙল উইম্বলডনের মঞ্চেই। অজি প্রতিপক্ষকে হারিয়ে রবিবার ২১তম গ্র্যান্ডস্লাম জয় সম্পন্ন করলেন নোভাক জকোভিচ। চার সেটের লড়াইয়ে জোকার জিতলেন তিন-এক সেটে। প্রথম সেটে পিছিয়ে থেকেই এদিন শুরু করেছিলেন টুর্নামেন্টের এক নম্বর। ছয়-চার গেমে প্রথম সেট জেতেন কিরিয়স। আবার শুরু হয় প্রমাদ গোনা। এবারও প্রশ্ন ওঠে, তাহলে কী কিরিয়স দূর্গ এবারও অধরা থেকে গেল ? কিন্তু তিনি নোভাক জকোভিচ। ম্যাচের কোন জায়গা থেকে তিনি ফিরে আসবেন, তা তিনি ছাড়া আর কেউ জানেন না। তাই পর পর দুটি সেট জিতে কিরিয়সকে পিছনে ফেলে দেন। চতুর্থ সেটের লড়াই গড়ায় টাইব্রেকার পর্যন্ত। সার্ভিস ব্রেক করতেই জোকারের সামনে পতন হল কিরিয়স দূর্গ। ঘাসের কোর্টে ফের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। সেইসঙ্গে ক্যাবিনেটে উঠল ২১তম গ্র্যান্ডস্লাম ট্রফি। 

ভ্যাকসিন না নেওয়ার ফলে অস্ট্রেলীয় ওপেনে নামতে পারেননি জোকার। ফরাসি ওপেনে খেললেও কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরেছিলেন। ভ্যাকসিন নেননি বলে যুক্তরাষ্ট্র ওপেনেও খুব সম্ভবত খেলতে পারবেন না জোকার। তাই তাঁর একমাত্র গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ ছিল উইম্বলডনেই। সেই সুযোগকেই কাজে লাগালেন তিনি। সপ্তমবারের মতো উইম্বলডন ট্রফি উঠল তাঁর হাতে।  স্লাম জয়ের নিরিখে টপকে গেলেন রজার ফেডেরারকে। 

রবিবাসরীয় ফাইনালে প্রথম সেট যদি হয় কিরিয়সের। তাহলে দুই থেকে চার জোকারের। যদিও বেশ দাপট দেখিয়েই শুরু করেছিলেন জোকার। মাঝে খানিকটা সময় ছন্দ হারাতেই খেলা ধরে নেন কিরিয়স। কিন্তু ওইটুকু। বাকিটা শতবর্ষের সেন্টার কোর্টের জোকার আর তাঁর পাওয়ার টেনিস। সেট-ম্যাচ- চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। 

JokerDjokovicwimbledon 2022

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া