ওয়ানডে বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের (India vs Pakistan Match) নতুন দিনক্ষণ নিয়ে জল্পনা চলছে। হকিতে সম্পূর্ণ অন্য ছবি ধরা পড়ল। বৃহস্পতিবার চেন্নাইয়ের শুরু হবে হকির এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy Hockey)। মঙ্গলবারই ওয়াঘা সীমান্তে (Wagah Border) ভারতে পৌঁছে গেল পাকিস্তান দল।
মঙ্গলবার পাকিস্তান টিম ওয়াঘা সীমান্ত থেকে বাসে অমৃতসর আসেন। বিকেলের বিমানে পৌঁছে যায় চেন্নাই। পাক অধিনায়ক মহম্মদ উমর ভট্ট বলেন, ভারতের মাটিতে এসে দারুণ অনুভূতি হচ্ছে। আশা করি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দল ভাল হকি খেলবে। আগামী ৯ অগাস্ট এই টুর্নামেন্টে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
আরও পড়ুন: ত্রিনিদাদে ৩৫১ ভারতের, হ্যাট্রিক হাফ সেঞ্চুরিতে ঈশান ছুঁলেন ধোনিকে
মঙ্গলবার সকালেই চেন্নাই যায় ভারতীয় দলও। নতুন কোচ ক্রগ ফুল্টন জানান, এশিয়ান গেমসকে মাথায় রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে টিম। কিন্তু টেকনিকাল পরিবর্তন হয়েছে। সেগুলি রপ্ত করতে হবে টিমের প্লেয়ারদের। ভারতের প্রথম ম্যাচ চিনের বিরুদ্ধে।