ম্যাটে নামার আগেই স্বপ্ন চুরমার। প্যারিসে স্বপ্নভঙ্গ ভিনেশ পোগাতের। অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় এই ক্রীড়াবিদ। ওজন নিয়ে বিতর্কের জেরেই প্রতিযোগিতার ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের আগেই কুস্তিগীরদের ওজন মাপা হয়। সেই ওজন মাপতে গিয়েই দেখা যায় ভিনিশের ১০০ গ্রাম বেশি হচ্ছে। আর তার জেরেই ফাইনাল থেকে বাদ এই ভারতীয়।
কী জানানো হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ?
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তরফে জানানো হয়েছে, কুস্তিতে মহিলাদের ৫০ কেজির ফাইনাল থেকে বিনেশ ফোগাট বাতিল হয়ে গিয়েছেন । খুবই দুঃখজনক । বাড়তি ওজন কমানোর জন্য সারা রাত ধরে চেষ্টা করা হয়েছিল । কিন্তু কাজ হয়নি । ৫০ কেজির থেকে কিছু গ্রাম বেশি ওজন হয়েছে ।
প্যারিস অলিম্পিকে প্রথম থেকেই অসাধারণ পারফর্ম করছেন ভিনেশ। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি-র বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে ২-০ জিতে চমকে দিয়েছিলেন তিনি। সুসাকি এর আগে কখনও কোনও আন্তর্জাতিক কুস্তি ম্যাচে হারেননি। টানা ৮০টা ম্যাচে অপরাজিত ছিলেন৷ কিন্তু তাঁকে হারতে হয় ভারতীয় কুস্তিগিরের কাছে। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকাসা লিভাচ-কে হারিয়ে পদক নিশ্চিত করেন ফোগাত। সেমিফাইনালে উড়িয়ে দিলেন কিউবান প্রতিপক্ষকে। তাঁর স্বপ্ন ছিল সোনা জেতার । সেমিফাইনালে জেতার পর ভিডিও কলে মাকে কথাও দেন, সোনা জিতেই দেশে ফিরবেন তিনি । কিন্তু, স্বপ্ন স্বপ্নই থেকে গেল ।