প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা জয়। পাকিস্তানের আরশাদ নাদিম ইতিহাস তৈরি করেছেন। তাঁর থ্রো ডিসট্যান্স ছিল ৯২.৯৭। দেশে ফিরে শ্বশুরের কাছ থেকে বিরাট একটি মোষ উপহার পেলেন তিনি। নাদিমের শ্বশুর মহম্মদ নওয়াজ স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, পাকিস্তানে এই রেওয়াজ আছে। এই মোষ উপহার, মূল্যবান ও সম্মানজনক। তাই এই উপহার দেওয়া হয়েছে।
মহম্মদ নওয়াজ জানিয়েছেন, "শিকড়কে গর্বিত করেছেন নাদিম। এত সাফল্যের পরেও গ্রামেই ওর বাড়ি। মা-বাবা-ভাইয়ের সঙ্গেই থাকে।" পাকিস্তানের পঞ্জাব প্রদেশে খানেওয়ালে থাকেন নাদিম। শহরে যাতায়াত করাও এখান থেকে খুবই কঠিন ছিল। কেরিয়ারের শুরুর দিকে আত্মীয়-প্রতিবেশীদের কাছ থেকে অর্থ সাহায্য় নিয়ে ট্রেনিংয়ে যেতে হত। বিদেশ যাওয়ার টাকাও তাঁরাই জোগাড় করেছে। সেই নাদিম এবার অলিম্পিকে সোনা জিতেছেন। তাই খুশি তাঁর পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজনরা।
তাঁর শ্বশুর মহম্মদ নওয়াজ জানান, "বাড়ি ফিরে কখনও কোনও অভিযোগ করেন না তাঁর জামাই। যা দেওয়া হয়, তাই খেয়ে নেয়।" নাদিমের মতো শান্ত, নম্র স্বভাবের মানুষ কমই আছে। যখন এত সাফল্য পাননি, তখনই নিজের মেয়েকে নাদিমের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নওয়াজ। এখন তাঁদের দুই সন্তান। তারা প্রাইমারি স্কুলে পড়াশোনাও করে। সংবাদমাধ্যমকে নওয়াজ জানিয়েছেন, "৬ বছর আগে ওদের বিয়ে হয়। তখন ছোট কাজ করতেন নাদিম। কিন্তু খেলা নিয়ে খুবই আগ্রহী ছিল ও।"