ঘোড়ায় চড়ে দেশের জন্য লড়াই করবেন কলকাতার ছেলে। অলিম্পিকের মঞ্চে ইকুয়েস্ট্রিয়ানে অংশগ্রহণ করবেন বালিগঞ্জের অনুশ আগরওয়াল। শনিবার, ২৭ জুলাই ব্যক্তিগত ড্রেসেজ ইভেন্টে নামবেন।
অলিম্পিকের আগে এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন অনুশ। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, প্যারিস অলিম্পিকে এই প্রথমবার অংশগ্রহণ করছেন তিনি। তবে, ফ্রান্সে তিনি আগেও রাইড করেছেন ফলে সেই অভিজ্ঞতা তাঁর অলিম্পিকে কাজে লাগবে।
এখন পাকাপাকি ভাবে জার্মানির বাসিন্দা অনুশ। ফলে জার্মানির আবহাওয়ার সঙ্গে প্যারিসের আবহাওয়ার মিল থাকলে সুবিধাই হবে। ইতিমধ্যেই এশিয়ান গেমসে নজর কেড়েছেন তিনি। এবার অলিম্পিকে নজর কাড়ার পালা।
অনুশ এশিয়ান গেমসে এট্রো নামক একটি ঘোড়া নিয়ে পারফর্ম করেছিলেন। পদকও জিতেছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন অলিম্পিকে তাঁর সঙ্গী হবে স্যর ক্যারামেলো ওল্ড। কারণ তার সঙ্গেই অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। ফলে প্যারিসেও ক্যারামেলোকে নিয়েই মাঠে নামতে চান।