Vinesh Phogat: বাড়তি ১০০ গ্রাম ওজনের দায় দায়িত্ব ক্রীড়াবিদ ও তাঁর কোচের, ভিনেশ ইস্যুতে নয়া মন্তব্য ঊষার

Updated : Aug 12, 2024 16:28
|
Editorji News Desk

সোনার পদকের লড়াইয়ের আগে মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। এই ঘটনায় এবার ভিনেশ ও তাঁর কোচের উপর দায় চাপালেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা। তাঁর কথায়, ওজন নিয়ন্ত্রণের দায়িত্ব অ্যাথলেট এবং তাঁর কোচের।   

কী হয়েছিল? 

আসলে, মহিলাদের ৫০ কেজির ফ্রিস্টাইল কুস্তির ফাইনালের আগে ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশকে অযোগ্য বলে ঘোষণা করা হয়। সারা রাত না খেয়ে, শরীর থেকে রক্ত বের করেও কোনও লাভ হয়নি। ফলে রুপো নিশ্চিত থাকলেও তা ভিনেশের হাতছাড়া হয়। 

এই প্রসঙ্গে এর আগে পিটি ঊষা জানিয়েছিলেন, ভারতীয় দল এবং আইওএর পক্ষ থেকে ভিনেশের জন্য বিচারের সব রকমের চেষ্টা করা হচ্ছে। এরমধ্যেই আইওএ-র মেডিক্যাল টিমের উপর আঙুল উঠতেই এক বিবৃতিতে ঊষা জানান, কুস্তি, ভারোত্তোলন, বক্সিং এবং জুডো জাতীয় খেলার ক্ষেত্রে ক্রীড়াবিদের ওজন ঠিক রাখার দায়িত্ব প্রতিটি ক্রীড়াবিদ এবং তাঁর কোচের।  এটা আইওএ-নিযুক্ত মেডিক্যাল টিমের না। 

এছাড়াও ঊষা জানিয়েছেন, প্যারিস অলিম্পিক্সে অংশ নেওয়া ক্রীড়াবিদের নিজস্ব সাপোর্ট স্টাফ রয়েছে। তাঁরা সআরাবছর ক্রীড়াবিদের সঙ্গে কাজ করেন। এক্ষেত্রে মাত্র একমাস আগে নিযুক্ত হওয়া চিফ মেডিকেল অফিসার ড. দিনশ পার্দিওয়ালা ও তাঁর টিমের উপর দায় চাপানো যায় না।   

PT Usha

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ