বক্সিং চ্যাম্পিয়ন নিখাত জারিনের (Nikhat Zareen) সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টার্কি চ্যাম্পিয়নশিপে যারা পদক জিতেছেন, প্রত্যেকের সঙ্গেই দেখা করেন নরেন্দ্র মোদী। মেয়েদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় হিসেবে এই পদক জেতেন তিনি।
এদিন নিখাত ছাড়াও ব্রোঞ্জ পদকজয়ী মনীশা মৌন ও পারভিন হুডার সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। পরে টুইটারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানান নিখাত জারিন। তিনি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, " ধন্যবাদ স্যার।"
আরও পড়ুন: এশিয়া কাপে ব্রোঞ্জ জয় ভারতের, জাপানকে ১-০ গোলে হারাল টিম ইন্ডিয়া
তেলাঙ্গানার নিজামাবাদের বাসিন্দা নিখাত জারিন। টার্কির বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫-০ স্কোরে জেতেন নিখাত।