ভারতের অলিম্পিক্স সংস্থার নতুন সভাপতি হলেন পিটি উষা। নতুন দায়িত্ব পেলেন কিংবদন্তি ক্রীড়াবিদ। এই প্রথম কোনও মহিলা এই পদে বসলেন। ১৯৬০ সালের পর কোনও ক্রীড়াবিদ দেশের অলিম্পিক সংস্থার প্রধান হলেন।
এর আগে দেশের বেশ কয়েকটি ক্রীড়া প্রশাসনে বসেছিলেন পিটি উষা। প্রাক্তন ক্রীড়াবিদকে দেশের সংস্থার মাথায় বসানো নতুন নয়। বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে রজার বিন্নিও বিশ্বকাপ জয়ী টিমের সদস্য। জাতীয় ফুটবল সংস্থার প্রধান হয়েছেন, প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। অলিম্পিক সংস্থার প্রধান হয়ে সেই ধারা ধরে রাখলেন পিটি উষা। আগামী ১০ ডিসেম্বর অলিম্পিক্স সংস্থার সভাপতি পদে নির্বাচন। জানা গিয়েছে, পিটি উষা ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। রবিবার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন প্রাক্তন ক্রীড়াবিদ।
টুইট করে পিটি উষাকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তিনি লেখেন, "ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ার জন্য কিংবদন্তি পিটি উষাকে শুভেচ্ছা।" পিটি উষা নিজেও এই নিয়ে টুইট করেন। তিনি জানান, "সতীর্থ ও জাতীয় ফেডারেশনের সমর্থন পেয়ে আমি সম্মানিত। জাতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছি।"