যৌন হেনস্থার অভিযোগ। দিল্লির পথে ধরনায় বসেছেন দেশের কুস্তিগিররা। এবার কুস্তিগিরদের আচরণের তীব্র নিন্দা করলেন প্রাক্তন অলিম্পিয়ান পিটি উষা। কুস্তিগিরদের আচরণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনই অভিযোগ, IOA প্রেসিডেন্টের।
রবিবার থেকে ফের যন্তর মন্তরে ধর্না শুরু করেছেন কুস্তিগিররা। রেসলিং ফেডারেশনের প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তাঁদের। পিটি উষার অভিযোগ, রিপোর্ট না দেখে, কেন ফের ধরনা দেওয়া শুরু করেছেন কুস্তিগিররা। এতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি উষার মতে, "খেলোয়াড়দের এভাবে রাস্তায় বসে প্রতিবাদ করা ঠিক নয়। কমিটির রিপোর্টের অপেক্ষা করতে পারতেন তাঁরা। ওরা যেটা করছে, সেটা দেশের জন্য ও খেলার জন্য ভালো দিক নয়। নেতিবাচক মনোভাব।"