টেনিসে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়ায় শনিবার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। ব্রিসবেনে দেখা যায় নাদালকে। স্প্যানিশ তারকা ব্রিসব্রেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের একটি ম্যাচে খেলেন।
টুর্নামেন্টের ডিরেক্টর ক্যাম পিয়ারসন জানিয়েছেন, কামব্যাকের প্রস্তুতি হিসেবে ব্রিসবেনকে বেছে নিয়েছেন নাদাল। নাদাল নিজে ওই ভিডিয়োতে জানিয়েছেন, এক বছর টেনিস থেকে বাইরে ছিলেন তিনি। নাদালের মনে হয়েছে, এটাই তাঁর প্রত্যাবর্তনের সেরা সময়। গত দু সপ্তাহ নিজেকে আগের থেকে অনেকটাই সুস্থ মনে হয়েছে। পরিশ্রমও করেছেন। তাই ব্রিসবেনে খেলার জন্য রাজি হয়েছেন নাদাল।
গতবছর জানুয়ারি থেকে টুর্নামেন্টের বাইরে রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়া ওপেনে সেকেন্ড রাউন্ডে ছিটকে গিয়েছিলেন। জানা যায় চোট আছে তাঁর। অস্ত্রোপচার করাতে হবে।